পেঁপে ভর্তা রেসিপি

পেঁপে ভর্তা রেসিপি

আরও পড়ুন : পোড়া বেগুন ভর্তা রেসিপি

উপকরণ :

আরও পড়ুন : কাঁঠালের বিচি ভর্তা রেসিপি

প্রস্তুত প্রণালী: পেঁপের খোসা ফেলে ছোট টুকরো করে কেটে নিন। এরপর এটা একটু লবণ দিয়ে সিদ্ধ করে ফেলুন।

এখন একটি প্যানে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি, তেজপাতা, লবণ এবং কাঁচা মরিচ কুচি দিয়ে ভেঁজে নিন।

পেঁয়াজ কুচি বাদামি হয়ে গেলে সামান্য হলুদ, জিরা এবং মরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে সেদ্ধ করা পেঁপে চটকে নিন। এখন মোটা করে কাটা পেঁয়াজ ও রসুন দিয়ে ভাজুন। ভাজা হয়ে গেলে স্বাদ মত লবণ দিয়ে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে ফেলুন।

পেঁপের ভর্তা তৈরি হয়ে গেল। এখন এই ভর্তা গরম ভাতের সাথে পরিবেশন করুন।

আরও পড়ুন : ইলিশ মাছের লেজ ভর্তা

ডেস্কটপ ভিউ দেখুন