কম খরচে ঘর সাজানো

ঘর সাজানো মানেই কি বেশি খরচ? না, একটু বুদ্ধি খাটালেই কম খরচে ঘর সাজানো যায়। কম খরচে ঘর সাজানোর উপায় জানলে আপনি অল্প খরচেই আপনার রুচিশীলতার পরিচয় দিতে পারবেন। খুব অল্প খরচে ঘর সাজাবেন যেভাবে নিচে বিশদ আলোচনা করা হল।

আরও পড়ুন: ফ্রিজের গন্ধ দূর করার উপায়

কম খরচে ঘর সাজাবেন যেভাবে
কম খরচে আপনার ঘরের দেয়াল সাজাতে ব্যবহার করতে পারেন ওয়াল পেপার। রাস্টিক টাইলস, টেরাকোটা, স্যান্ডস্টোন বা প্রাকৃতিক দৃশ্য সব ধরনের ওয়াল পেপার বাজারে পাবেন অল্প দামে। ঘরের একটা দেয়ালে আপনার পছন্দমতো ওয়াল পেপার লাগিয়ে নিন। আপনার ঘরে বৈচিত্র্য আনতে একটা কর্নার ও গাছ, পটারি এবং ল্যাম্পশেড দিয়ে সাজাতে পারেন।

কম খরচে ঘর সাজাতে বেছে নিন গাছ আর মাটি। গাছ আর মাটি দুটোই সহজলভ্য। মাটির পটারিতে ছোট বড় বিভিন্ন আকৃতির গাছ লাগিয়ে কর্নারে রাখুন। গাছের ফাঁকে মাটির তৈরি শোপিস রাখতে পারেন। একটা মাটির চাড়িতে পানি নিয়ে কিছু কচুরিপানা রেখে একটা স্পটলাইট দিয়ে দিন। নিজের ঘর দেখে নিজেই মুগ্ধ হবেন।

আরও পড়ুন: তেলাপোকা তাড়ানোর ঘরোয়া উপায়

কম খরচে ঘর সাজাতে দেশী উপকরণ  ব্যবহার করতে পারেন। যেমন কম খরচে ঘর সাজানোর খুব ভালো থিম হতে পারে বাঁশ। বাঁশের সোফা দামে সাশ্রয়ী। ইচ্ছেমতো ডিজাইন দিয়ে বাঁশের সোফা তৈরি করে নিতে পারবেন। বসার ঘরের একপাশে জায়গা থাকলে শীতল পাটি বিছিয়ে রাখুন। ঘরের খালি দেয়ালে ফ্রেম করে বাঁশের বেড়া ঝুলিয়ে রাখুন। একতারা, বাঁশের বাঁশি, অথবা কৃষকের মাথাল সাজিয়ে রাখুন বাঁশের বেড়ার সাথে। কর্নারে বাঁশের শেলফ বসিয়ে সেখানে দেশী উপকরণে তৈরি শোপিস সাজিয়ে রাখুন।

কম খরচে বসার ঘরের জন্য জানালার পর্দা, সোফা এবং কুশন কভার উজ্জ্বল রঙের কিনুন। সুতি বা খাদি কাপড়ে ব্লক ব্যবহার করতে পারেন। বাঁশের ল্যাম্পশেড এবং মাটির পটারিতে কয়েকটি গাছ দিয়ে একটা কর্নার সাজিয়ে নিতে পারেন। বসার ঘরের রুচিশীল সাজ হয়ে গেল কম খরচে।

মাটির টবে কিছু লতা জাতীয় গাছ ঝুলিয়ে দিন। বাজারে কমদামে মাটির বিভিন্ন দেয়াল শোপিস পাবেন। সেগুলো দিয়ে দেয়াল সাজিয়ে ফেলুন। কম খরচে ঘর সাজানো হয়ে গেল। কম খরচে ঘরে পাবেন একদম নতুনত্বের ছোঁয়া।

Image Source: Pexels

ডেস্কটপ ভিউ দেখুন