আয়না পরিষ্কার করার উপায়

আয়না আমাদের প্রতিদিনের জীবনযাপনে খুব প্রয়োজনীয় জিনিস। রূপচর্চা, ফ্যাশন, স্টাইল বা সাজগোজ যাই করতে যান আয়না লাগবেই। আয়নার কাচ স্বচ্ছ হবার কারনে আয়না প্রায়ই ময়লা হয় বা দাগ পড়ে যায়। কেমিক্যাল ক্লিনার ব্যবহার করলে হাতের চামড়ায় সমস্যা হয়। ঘরোয়া পদ্ধতিতে আয়না পরিষ্কার করার নিয়ম দরকার? আজ আপনাদের জন্য আয়না পরিষ্কার করার উপায় শেয়ার করলাম।

আরও পড়ুন: ফ্রিজের গন্ধ দূর করার উপায়

আয়না পরিষ্কার করার ঘরোয়া উপায়

শেভিং ফোম

বেডরুম বা বাথরুমের আয়না পরিষ্কার করার জন্য শেভিং ফোম দারুণ কার্যকারী উপকরণ। আয়নার কাঁচে শেভিং ফোম লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন তারপর নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। আপনার শখের আয়না হবে ঝকঝকে পরিষ্কার।

বেকিং সোডা

আয়নায় দাগ পড়ে গেলে বেকিং সোডা ব্যবহার করবেন। অল্প একটু বেকিং সোডা নিয়ে স্ক্রাবার দিয়ে আয়নার কাঁচে ভালো করে ঘষুন। এরপর একটা তোয়ালে বা কাপড় ভিজিয়ে নিয়ে আয়না মুছে ফেলুন। আয়নার দাগ ময়লা দূর হয়ে যাবে।

ডিস্টিল্ড ওয়াটার

ডিস্টিল্ড ওয়াটার আয়না ঝকঝকে করে। একটি কাপড়ে ডিস্টিল্ড ওয়াটার মাখিয়ে আয়না নিয়মিত মুছবেন। আপনার আয়না কখনো পুরোনো হবে না। সবসময় নতুনের মত চকচকে দেখাবে।

আরও পড়ুন: তেলাপোকা তাড়ানোর ঘরোয়া উপায়

সাদা ভিনেগার

ভিনেগার আয়নার দাগ ময়লা দূর করতে খুব উপকারী। অল্প একটু ভিনেগারের সাথে সমপরিমান পানি মিশিয়ে আয়নায় স্প্রে করে রাখুন। ২ মিনিট পর কাপড় বা ভেজা তোয়ালে দিয়ে আয়নার কাঁচ মুছে ফেলুন। দেখবেন সকল দাগ ময়লা পরিষ্কার হয়ে আয়না ঝকঝক করছে।

Photo Credit: Flickr

ডেস্কটপ ভিউ দেখুন