তেলাপোকা তাড়ানোর ঘরোয়া উপায়

তেলাপোকার উপদ্রব সব বাড়িতেই কম বেশি আছে। তেলাপোকা নানারকম অসুখ ছড়াতে ওস্তাদ। তেলাপোকা দূর করার উপায় কি তাহলে? তেলাপোকা তাড়ানোর ঘরোয়া উপায় আজ দেয়া হল। বাজারের বিষাক্ত তেলাপোকা মারার ওষুধ না ব্যবহার না করে ঘরোয়া উপায়ে তেলাপোকা তাড়ানোর চেষ্টা করুন।

আরও পড়ুন: উকুন দূর করার প্রাকৃতিক উপায়

তেলাপোকা তেজপাতার গন্ধ সহ্য করতে পারে না। তাই তেজপাতা যেখানে থাকে তেলাপোকা সেখানে থাকে না। এজন্য তেলাপোকা যেখানে বেশি সেখানে তেজপাতা ছিঁড়ে ফেলে রাখবেন। তেলাপোকা চলে যাবে।

তেলাপোকা অ্যামোনিয়ার গন্ধ সহ্য করতে পারে না। তেলাপোকা তাড়ানোর জন্য দুই কাপ অ্যামোনিয়া ১ বালতি পানিতে মিশিয়ে নিন। রান্নাঘর এই পানি দিয়ে ধুয়ে ফেলুন। রান্নাঘর থেকে তেলাপোকা পালাবে।

পানির সাথে গায়ে মাখার সাবান গুলিয়ে নিন। সাবান গুলানো পানি ঘরের কোনায় কোনায় স্প্রে করে দিবেন। তেলাপোকা থাকবে না।

বোরিক অ্যাসিড ও ময়দা মাখিয়ে ডো তৈরি করে সেটি ছোট টুকরো কেটে ঘরের বিভিন্ন কোনায় ছড়িয়ে রেখে দিন। বোরিক অ্যাসিড মাখানো ময়দার টুকরোতে মুখ দিলেই তেলাপোকা মরবে।

গোলমরিচ, রসুন এবং পেঁয়াজ তিন মশলা একসাথে বেটে পেস্ট বানিয়ে ফেলুন। এখন ১ লিটার পানিতে এই পেস্ট ভালো করে গুলিয়ে নিন। ঘরের কোনে কোনে এই পানি স্প্রে করুন। তেলাপোকার বংশ হবে ধ্বংস।

আরও পড়ুন: কম খরচে ঘর সাজানো

শশা কেটে একটি টিনের কৌটায় ভরে কৌটার মুখ খুলে রেখে দিন। আপনার ঘর থেকে তেলাপোকা চলে যাবে। কিন্তু দিনের পর দিন এটা রাখবেন না। এতে মাছির উপদ্রব শুরু হবে।

কাঁচের জারে অর্ধেক পরিমান পানি ভরে ঘরের কোণে রেখে দিন। খালি ভেবে তেলাপোকা জারে ঢুকলেই পানিতে আটকা পড়ে যাবে। তেলাপোকা আর উড়তে না পারার কারনে মারা যাবে।

ঘরের তেলাপোকা তাড়ানোর সহজ উপায় উপরে আলোচনা করা হয়েছে। আপনি একটি বা দুটি পদ্ধতি ব্যবহার করে আপনার ঘর, রান্নাঘর তেলাপোকা মুক্ত করতে পারেন।

Photo Credit: Pixabay

ডেস্কটপ ভিউ দেখুন